খেলাধুলা ডেস্ক ||
:: সংক্ষিপ্ত স্কোর || চতুর্থ দিন ::
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ (১৪১.১ ওভারে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫/১০ (৮৮.৩ ওভারে)
বাংলাদেশ ২য় ইনিংস: ২০১৮/৩ (৫৫ ওভারে)
লিড: ৪৩০ রান।
২০০ পেরিয়ে বাংলাদেশ, লিড পেরুল ৪০০
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২০০ রান পেরিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের দলীয় সংগ্রহ ২০৫ হওয়ায় লিড বেড়ে হয়েছে ৪১৬ রান। মুমিনুল ৪০ ও মুশফিক ১৭ রানে ব্যাট করছেন।
সাদমানের পর ফিরলেন শান্তও
চতুর্থ দিনের শুরুতে মাত্র চার বলের ব্যবধানে দুই উইকেট হারাল বাংলাদেশ। দিনের চতুর্থ দিনের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে আউট হন সাদমান। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে আউট হন অধিনায়ক শান্তও। জর্ডান নীলের বলে বালবির্নির হাতে ক্যাচ দিয়ে আউট হন শান্ত। ৫ বল খেলে ১ রান করেন তিনি।
চতুর্থ দিনের চতুর্থ ওভারেই ফিরলেন সাদমান
চতুর্থ দিনের চতুর্থ ওভারে আউট হলেন সাদমান ইসলাম। ম্যাক ব্রাইনের বলে এলবিডব্লিউ হন তিনি। ১১৯ বল খেলে ৭ চারে ৭৮ রান আসে তার ব্যাট থেকে। মুমিনুলের সঙ্গে যোগ দিয়েছেন শান্ত। ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৪। লিড হয়েছে ৩৮৫ রানের।
চতুর্থ দিনের খেলা শুরু
১ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ আজ শনিবার চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছে। সাদমান ইসলাম ৬৯ ও মুমিনুল ১৯ রান নিয়ে ক্রিজে নেমেছেন।