1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
হোয়াইটওয়াশ এড়ানোর কঠিন পরীক্ষায় ভারত - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

হোয়াইটওয়াশ এড়ানোর কঠিন পরীক্ষায় ভারত

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ইডেনের পর গৌহাটিতে কঠিন পরীক্ষার মুখোমুখি ভারত। নিজেদের মাটিতে টেস্ট ক্রিকেটে এমন পরীক্ষা শেষ কবে যে তারা দিয়েছিল! ইডেনে হেরে গৌহাটিতে এসেছিল টিম ইন্ডিয়া। সিরিজ বাঁচানোর পরীক্ষা ছিল তাদের। কিন্তু স্কোরবোর্ডের যা চিত্র তাতে মনে হচ্ছে, এবার হোয়াইটওয়াশ হতেই হবে প্রোটিয়াদের কাছে! আজ বুধবার শেষ দিনে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট তুলে নিলেই হোয়াইটওয়াশ হবে ভারত।

আর স্বাগতিকদের পুরো দিন ব্যাটিং করে ম্যাচ বাঁচাতে লড়তে হবে। তাদের টার্গেট ৫৪৯ রান। চতুর্থ ইনিংসে ২৭ রান তুলতে ২ উইকেট হারিয়েছে রিশভ পান্তের দল। আউট হয়ে গেছেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। বাকিদের দিতে হবে কঠিন পরীক্ষা।

টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪১৮। এশিয়াতে এই রেকর্ড ৩৯৫ রান। উইকেটের যা অবস্থা তাতে ভারত রান তাড়া করতে গেলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। এক্ষেত্রে একটাই উপায় ম্যাচটাকে ড্র করা। তাতে হোয়াইটওয়াশ এড়ানো যাবে। কিন্তু সিরিজ বাঁচানো যাবে না।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা ২৮৮ রানের লিড পেয়েছিল। মধ্যাহ্ন বিরতির পর তারা ৪০ মিনিট ব্যাটিং করেছিল। মূলত স্টাবসের সেঞ্চুরির অপেক্ষায় ছিল তারা। তাকে ৪০ মিনিট সময় বেঁধে দিয়েছিল। চেষ্টায় প্রায় সফল হয়ে গিয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান।

৯৪ রানে থাকতে জাজেদাজে সুইপ করে ছক্কা উড়াতে গিয়েছিলেন। টাইমিং মেলাতে না পেরে বোল্ড হন স্টাবস। এরপরই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। স্টাবস ছাড়া রান পেয়েছেন টনি জর্জি (৪৯), রিকেলটন (৩৫) ও মার্করাম (২৯)। ভারতের ৪টি উইকেটই নিয়েছেন রবীন্দ্র জাদেজা।

পাহাড় টপকানোর চ্যালেঞ্জে শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। জানসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জয়সোয়াল। কিছুক্ষণ পর দুর্দান্ত এক ডেলিভারিতে লোকেশ রাহুলের স্টাম্প ভেঙে দেন সাইমন হার্মার। শাই সুদার্শান ও কুলদ্বীপ যাদব অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT