1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
এক নজরে দেখে নিন বিপিএলের সব দলের স্কোয়াড - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

এক নজরে দেখে নিন বিপিএলের সব দলের স্কোয়াড

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ সংস্করণ মাঠে গড়ানোর অপেক্ষায়। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে দেশের জমজমাট এই টি-টোয়েন্টি লিগের। তার আগে আজ রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত খেলোয়াড় নিলাম। যেখানে দেশি-বিদেশি তারকাদের নিয়ে চলেছে তীব্র দৌড়ঝাঁপ।

সবার নজর কাড়েন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। চট্টগ্রাম রয়্যালস আকাশছোঁয়া ১ কোটি ১০ লাখ টাকা খরচ করে দলে ভিড়িয়েছে তাকে। এবারের নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। প্রায় সমান প্রতিযোগিতা হয়েছে তাওহিদ হৃদয়কে ঘিরে। শেষ পর্যন্ত ৯২ লাখ টাকায় তাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। একই দল ৭০ লাখ টাকা ব্যয় করে লিটন দাসকেও যুক্ত করেছে স্কোয়াডে।

নিলাম শেষে কোন দল কেমন স্কোয়াড গড়ল চলুন সেটা এক নজরে দেখে নেওয়া যাক।

ঢাকা ক্যাপিটালস:
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান ও অ্যালেক্স হেলস।
নিলাম থেকে: শামীম হোসেন পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফ উদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ) , নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), দাসুন শানাকা (৫৫ হাজার ডলার), ও জুবাইরউল্লাহ আকবর (২০ হাজার ডলার)।

রংপুর রাইডার্স:
সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি ও সুফিয়ান মুকিম।
নিলাম থেকে: লিটন কুমার দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরি (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ),, মেহেদি হাসান সোহাগ (১১ লাখ), মাহমুদউল্লাহ (৩৫ লাখ), আব্দুল হালিম (১১ লাখ), এমিলো গে (১০ হাজার ডলার) ও মোহাম্মদ আখলাক (১০ হাজার ডলার)।

সিলেট টাইটান্স:
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আইয়ুব ও মোহাম্মদ আমির।
নিলাম থেকে: পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন ধ্রুব (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), ইবাদত হোসেন চৌধুরি (২২ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মুমিনুল হক (২২ লাখ), রবিউল ইসলাম রবি (১১ লাখ), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার) ও অ্যারন জোন্স (২০ হাজার ডলার)।

রাজশাহী ওয়ারিয়র্স:
সরাসরি চুক্তি: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজ।
নিলাম থেকে: তানজিম হাসান সাকিব (৬৮ লাখ), ইয়াসির আলি চৌধুরি (৪৪ লাখ), আকবর আলি (৩৪ লাখ), রিপন মন্ডল (২৫ লাখ), জিসান আলম (১৮ লাখ), হাসান মুরাদ (১৮ লাখ), আব্দুল গাফফার সাকলাইন (৪৪ লাখ), এসএম মেহেরব হাসান (৩৯ লাখ), ওয়াসি সিদ্দিকি (১৯ লাখ), মোহাম্মদ রুবেল (১১ লাখ), মুশফিকুর রহিম (৩৫ লাখ), দুশান হেমান্থ (২৫ হাজার ডলার) ও জাহান্দাদ খান (২০ হাজার ডলার)।

চট্টগ্রাম রয়্যালস:
সরাসরি চুক্তি: শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম ও আবরার আহমেদ।
নিলাম থেকে: মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি (২২ লাখ), মাহমুদুল হাসান জয় (৩৭ লাখ), মাহমুদুল হাসান জয় (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), জাহিদুজ্জামান সাগর (১১ লাখ), নিরোশান ডিকভেলা (৩৫ হাজার ডলার) ও অ্যাঞ্জেলো পেরেয়া (২০ হাজার ডলার)।

নোয়াখালী এক্সপ্রেস:
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস ও কুশল মেন্ডিস।
নিলাম থেকে: জাকের আলি অনিক (৩৫ লাখ), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দীপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), মেহেদি হাসান রানা (১৪ লাখ), সৈকত আলি (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার) ও হায়দার আলি (২৫ হাজার ডলার)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT