1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বিয়ে করলেন প্রিয়াঙ্কা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা

রিপোর্টারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে
প্রিয়াঙ্কা হালদার ও সৌরভ রায়

বিনোদন ডেস্ক || ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা হালদার। অভিনেতা সৌরভ রায়ের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। অবশেষে প্রিয় মানুষের গলায় মালা পরালেন ‘কৃষ্ণকলি’, ‘রাণী রাসমণি’খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা হালদার।

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন জীবনে পা রাখার খবর জানান প্রিয়াঙ্কা। এ ছবিতে দেখা যায়, টুকটুকে লাল বেনারসিতে সেজেছিলেন প্রিয়াঙ্কা। তার গলায় গোলাপের মালা। গা ভর্তি গহনা। প্রিয়াঙ্কার মাথায় মুকুট-মাথাপট্টি। অবশ্য, সৌরভ টোপর নয় পাগড়ি পরে বিয়ে সারেন।

এ ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, “সবসময়ই সংসার করতে চেয়েছিলাম। আর তোমাকে আমি জীবনে জগন্নাথজির আশীর্বাদ হিসেবে পেয়েছি…। নতুন অধ্যায় সূচনার মাধ্যমে আমাদের প্রিয় গল্প খুঁজে পেয়েছি।”

প্রিয়াঙ্কা হালদার ও সৌরভ রায়

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সৌরভ নিজেও অভিনয় পেশার সঙ্গে যুক্ত। প্রিয়াঙ্কা-সৌরভ দুজনেই রাধা-মাধব ভক্ত। তাই মায়াপুর ইস্কনে নিজেদের নতুন জীবনের সূচনা করলেন দুজনে। সেখানেই চারহাত এক করেন এই নবদম্পতি।

শহর থেকে দূরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেও প্রিয়াঙ্কা-সৌরভের বৌভাতের আসর ছিল জমজমাট। হাজির ছিল ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরা। এ তালিকায় ছিল—অনুরাগের ছোঁয়ার পরিবার, কৃষ্ণকলির গোটা টিম। এদিন নবদম্পতিকে পাওয়া যায় অফ হোয়াইট পোশাকে। লেহেঙ্গায় সাজেন কনে, শেরওয়ানিতে ধরা দেন সৌরভ।

পাঁচ বছর আগে প্রথম পরিচয় প্রিয়াঙ্কা হালদার ও সৌরভের। সেই আলাপ একসময় প্রেমে রূপ নেয়। বৈদিক নিয়ম অনুসারে বৈবাহিক রীতিনীতি পালনের মধ্য দিয়ে তাদের প্রেম পরিণয় পেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT