1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে মামুলি টার্গেট ছুড়ল আয়ারল্যান্ড - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে মামুলি টার্গেট ছুড়ল আয়ারল্যান্ড

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || প্রথম দুই ম্যাচে লড়াকু টার্গেট ছুড়লেও সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংটা সুবিধাজনক হলো না আয়ারল্যান্ডের। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু সেটা তাদের জন্য সুখকর কয়নি। ১৯.৫ ওভারে তারা অলআউট হয়েছে মাত্র ১১৭ রানে। সিরিজ জিততে বাংলাদেশকে করতে হবে ১১৮ রান।

আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের আজ সুবিধা করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। পেস-স্পিনের সমন্বিত আক্রমণে পুরো ২০ ওভারও খেলতে পারেনি সফরকারীরা। মোস্তাফিজুর রহমান ৩ ওভারের ১১ রান দিয়ে ৩টি ও রিশাদ হোসেন ৪ ওভারে ২১ রানে নেন ৩টি উইকেট। এছাড়া শরীফুল ইসলাম ৩ ওভারে ২১ রানে নেন ২টি। ১টি করে উইকেট শিকার করেন শেখ মাহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের বোলিং তোপে আয়ারল্যান্ডের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে অধিনায়ক পল স্টার্লিং ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৮ রান। জর্জ ডকরেল ২৩ বলে ২ চারে করেন ১৯ রান। টিম টেক্টর ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ ও গ্যারেথ ডেলানি ১২ বলে করেন ১০ রান।

এখন দেখার বিষয় বাংলাদেশ ১১৭ রান তাড়া করতে নেমে কিভাবে এবং কেমন কি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT