1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নেইমারের হ্যাটট্রিকে ‘অবনমন’ এড়াল সান্তোস - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নেইমারের হ্যাটট্রিকে ‘অবনমন’ এড়াল সান্তোস

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ব্রাজিলের ঘরোয়া লিগ ব্রাসিলেইরাঁওতে অবনমন এড়ানোর লড়াইয়ে ছিল সান্তোস। সেই সংগ্রামেই বাংলাদেশ সময় বৃস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে দলটিকে কাঁধে তুলে নিলেন নেইমার। দুর্দান্ত এক হ্যাটট্রিকের সুবাদে জুভেনতুদেকে ৩-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। পাশাপাশি রেলিগেশন তথা অবনমন অঞ্চল থেকেও উপরে উঠে এসেছে তারা। অর্থাৎ রেলিগেশন এড়িয়েছে নেইমাররা।

আগের ম্যাচের মতো যথারীতি এই ম্যাচেও হাঁটুর চোট নিয়েই খেলতে নামেন নেইমার। তবু দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে দলকে জয়ের পথ দেখান ব্রাজিলিয়ান সুপারস্টার।

ইএসপিএন ব্রাজিলকে দেওয়া তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী নেইমারের বাম হাঁটুর মেনিসকাস ইনজুরির জন্য মৌসুম শেষে আর্থ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে। ব্যথা নিয়ন্ত্রণে রাখতে তিনি গত দুটি ম্যাচেই কনজারভেটিভ ট্রিটমেন্ট নিয়ে খেলেছেন।

স্থানীয় সময় বুধবারের হ্যাটট্রিক নেইমারের প্রায় আড়াই বছরের মধ্যে প্রথম। এর আগে সর্বশেষ তিনি ২০২২ সালের এপ্রিল মাসে প্যারিস সেন্ত-জার্মেইয়ের (পিএসজি) হয়ে ক্লারমোঁর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।

এদিন ম্যাচের ৫৬তম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে নেইমারের প্রথম গোল আসে। এরপর মাত্র দশ মিনিটের মধ্যেই ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁত ফিনিশে দ্বিতীয় গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ৮৩তম মিনিটে তাকে তুলে নেওয়া হয় মাঠ থেকে।

এই জয়ে মৌসুমে আর এক ম্যাচ বাকি থাকতে অবনমন অঞ্চলের বাইরে দুই পয়েন্টের নিরাপদ দূরত্বে উঠে এসেছে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। চারটি দল যারা দ্বিতীয় ডিভিশনে নেমে যাবে, তাদের শেষ অবস্থানটিতে বর্তমানে রয়েছে ভিটোরিয়া। তাদের থেকে এখন দুই পয়েন্টে এগিয়ে সান্তোস।

আগামী রোববার (০৭ ডিসেম্বর) ভিলা বেলমিরোতে ক্রুজেইরোর মুখোমুখি হবে সান্তোস। সেখানে জয় পেলে নিশ্চিত হয়ে যাবে তাদের প্রথম ডিভিশনে টিকে থাকা।

অন্যদিকে ম্যাচের আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া জুভেনতুদে টানা চতুর্থ পরাজয়ে সিজন শেষের পথটা আরও কঠিন করে তুলল।

সাম্প্রতিক বছরগুলোতে নেইমার বহু ইনজুরির সঙ্গে লড়াই করেছেন। তবু আগামী গ্রীষ্মের বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি একাধিকবার জানিয়েছেন- ফিট থাকলে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার সুযোগ নেইমারের সামনে উন্মুক্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT