1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বেনিনে সামরিক অভ্যুত্থান - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বেনিনে সামরিক অভ্যুত্থান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। শনিবার দেশটির সরকারি টেলিভিশনে একদল সেনা উপস্থিত হয়ে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে।

সামরিক কমিটি ফর রিফাউন্ডেশন নামে পরিচিত এই দলটি রবিবার রাষ্ট্রপতি এবং সব রাষ্ট্রীয় শীর্ষ কর্মকর্তাকে অপসারণের ঘোষণা দিয়েছে।

সেনারা জানিয়েছে, লেফটেন্যান্ট কর্নেল প্যাসকেল টিগ্রিকে সামরিক কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে।

১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর পশ্চিম আফ্রিকার এই দেশটি একাধিক অভ্যুত্থানের সাক্ষী হয়েছে, বিশেষ করে স্বাধীনতার পরবর্তী দশকগুলোতে। ১৯৯১ সাল থেকে, মার্কসবাদী-লেনিনবাদী ম্যাথিউ কেরেকোর দুই দশকের শাসনের পর দেশটি রাজনৈতিকভাবে স্থিতিশীল রয়েছে।

রাষ্ট্রপতি প্যাট্রিস ট্যালন ২০১৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের পর আগামী এপ্রিলে পদত্যাগ করার কথা ছিল।

ট্যালনের দলের মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী রোমাল্ড ওয়াদাগনি সবচেয়ে জনপ্রিয় ছিলেন। বিরোধী প্রার্থী রেনাউড আগবোডজোরের পর্যাপ্ত পৃষ্ঠপোষক না থাকার কারণে নির্বাচন কমিশন তাকে প্রত্যাখ্যান করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT