বিনোদন ডেস্ক || অভিনেতা রণবীর কাপুরকে ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করেছেন বলিউডের বরেণ্য অভিনেতা পীযূষ মিশ্রা। দ্য লালনটপ-কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ‘ব্ল্যাক ফ্রাইডে’খ্যাত এই তারকা।
প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুর দম্পতির পুত্র রণবীর কাপুর। তার দাদা রাজ কাপুর আর পৃথ্বীরাজ কাপুরের প্রপৌত্র রণবীর। উত্তরাধিকার প্রসঙ্গ টেনে পীযূষ মিশ্রা বলেন, “রণবীর কাপুর তার উত্তরাধিকারের ১ শতাংশও বহন করেন না।”
কিছুটা ব্যাখ্যা করে রণবীর কাপুরকে ‘হালকা’ এবং ‘স্বাধীন’ বলে মন্তব্য করেন পীযূষ মিশ্রা। অর্থাৎ পরিবারের প্রত্যাশার বোঝা তাকে ভারাক্রান্ত করে না। রণবীরকে ‘নির্লজ্জ’ উল্লেখ করে পীযূষ মিশ্রা বলেন, “আরে লোকটি আলাদা, তার বিষয়ে আর জানতে চাইবেন না। এতটা নির্লজ্জ, বেপরোয়া মানুষ আমি জীবনেও দেখিনি!”
শুটিং সেটের অভিজ্ঞতা স্মরণ করে পীযূষ মিশ্রা জানান, রণবীর কাজের সময়ে অত্যন্ত মনোযোগী হলেও শুটিং শেষ হওয়ার পরই দ্রুত স্বতঃস্ফূর্ত ও রিল্যাক্স মুডে ফিরে যান। রণবীরকে ‘সম্পূর্ণ হালকা, সম্পূর্ণ স্বাধীন’ বলে বর্ণনা করেন মিশ্রা। এ অভিনেতা বলেন, “তার পরিবারে কত বড় বড় মানুষ! তার বাবা, দাদা, প্রপিতামহ, এমনকি পৃথ্বীরাজ কাপুর পর্যন্ত। কিন্তু তাদের কোনো কিছুই তাকে ভারী করেনি। ১ শতাংশও না।”
সহকারী পরিচালক হিসেবে রুপালি জগতে ক্যারিয়ার শুরু করেন রণবীর কাপুর। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন। অভিষেকেই তাক লাগিয়ে দেন এই অভিনেতা। ফিল্মি পরিবারের সন্তান হলেও ঝলমলে দুনিয়ায় সফলতা পেতে তাকে কম কষ্ট করতে হয়নি। এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের অন্যতম রণবীর। প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে বেশ কিছু পুরস্কারও।
রণবীর কাপুর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘বরফি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দেওয়ানি’, ‘রকস্টার’, ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’, ‘সঞ্জু’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘শমশেরা’, ‘অ্যানিমেল’ প্রভৃতি।
রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি নির্মিত এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী; সীতা রূপে দেখা যাবে তাকে। রণবীর এ সিনেমার জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পার্ট মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে