বিনয়ের পথে আছে
অমৃতের; সুর, ছন্দ
অহংকারে হারাতে হয়
শান্তির আলো, নিঃসুর।
বিনয়ী মানুষ কখনো হারায় না
বিনা অহংকারে ছোঁয় দিগন্তের কোণা
যারা চিনে হৃদয়ে শান্তির মূল্য
না চাইতেই থাকে পরিপূর্ণ।
যে মনের ভেতর থাকে
অবিচল সত্যের ছোঁয়া
শান্তির প্রগতি তখন
নিজ থেকেই দেয় ধরা।