1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করেছেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা

প্রথম ডাক রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

প্রথম ডাক রিপোর্ট || বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করেছেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাখালীতে রেলপথ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করবেন না তারা।

তবে এর পরিবর্তে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) সাড়ে ১২টায় তিতুমীর কলেজের সামনে ব্রিফিং করে এসব জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

তিতুমীর কলেজের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ বলেন, আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ছিল। এতে সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তাদের কথা চিন্তা করে আমরা শুধু আজকের জন্য আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কএর ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলবে থাকবে।

তিনি আরও বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের করার দাবি গত ২৮ বছরের। জুলাই-আগস্টের অভ্যুত্থানে গঠিত সরকারের কাছে নতুন করে দাবি পূরণের আবদার করেছি। সবগুলো মাধ্যমেই আমরা দাবি জানিয়েছি। সেখান থেকে কোনো সাড়া না পেয়ে সর্বশেষ আমরা অনশন কর্মসূচি দিই। আজ অনশনের পঞ্চম দিন। এখনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি আজও বাঁশ দিয়ে কলেজের সামনের রাস্তা অবরোধ করেছেন তারা। দুপুর ১২টার দিকে তারা মহাখালী-গুলশান সড়কের তিতুমীর কলেজের সামনে বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করেন। এতে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT