1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রিপোর্টারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে
4.3 magnitude earthquake in Afghanistan

আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, আজ বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার।

উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত বলে জানান তিনি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।

এদিকে ভারত-মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সকালে ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস বলছে, রিখাটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।এদিকে এই ভূমিকম্প বাংলাদেশের সিলেটেও অনুভূত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT