1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নুরকে পেটানো সেই যুবক ডিবির কেউ নন: ডিবি প্রধান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নুরকে পেটানো সেই যুবক ডিবির কেউ নন: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। মেরুন রঙের টি-শার্ট পরা এক যুবক নুরকে লাঠি দিয়ে পেটান। সেই যুবক গোয়েন্দা পুলিশের (ডিবি) কেউ নন বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) শফিকুল ইসলাম সাংবাদিকদেরকে বলেছেন, নুরের ওপর হামলাকারী মেরুন রঙের পোশাক পরিহিত সেই যুবক ডিবির কেউ নন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শুক্রবার (২৯ আগস্ট) কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য আহত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, কাকরাইলের ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।

কাকরাইলে ওই সংঘর্ষের পর উদ্ভুত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বৈঠকে করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

নুরের বর্তমান অবস্থা
হামলায় আহত হওয়ার পর নুরুল হক নুরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, শনিবার সকালে নুরের মাথায় সিটিস্ক্যান করা হয়েছে। এর পর তাকে আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT