বিনোদন প্রতিবেদক || ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক সময় সিনেমার শুটিংয়ে ব্যস্ত দিন কাটলেও, জীবনের পথে তাকে ছুঁয়ে গেছে দুঃসময়ের ছায়া। অর্থকষ্টে কেটেছে দিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা অকপটে জানালেন তিনি।
সময়টা ২০১৭ সাল। সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফেরেন অপু। তিনি বলেন, “ছেলেকে নিয়ে দেশে ফেরার পর হাতে একেবারেই টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি যাদের অর্থের অভাব আছে, তারা প্রতিদিন কীভাবে হিসেব করে চলে। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি।”
অর্থকষ্ট মেটাতে গয়না বিক্রি করতে হয়েছিল নায়িকাকে। সেই স্মৃতিচারণ করে অপু বিশ্বাস বলেন, “আমি অনেক বেশি সোনার গয়না পরি। খুব ভালো লাগে। তাই সিনেমা করার সময় দেশে-বিদেশে যেখানেই পছন্দ হতো কিনে ফেলতাম। শখে কেনা সেই গয়না পরে বাজে সময়ে ভরসা দিয়েছে। অনেকগুলো গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পেয়েছিলাম। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। এরপর আবার কাজে ফিরে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়েছি।”
বর্তমানে অপু বিশ্বাস স্বাবলম্বী। শোবিজের পাশাপাশি এখন তিনি নিজস্ব ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
২০০৫ সালে আমজাদ হোসেনের পরিচালনায় ‘কাল সকাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। তবে প্রকৃত অর্থে তিনি আলোচনায় আসেন ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনীত ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে। ব্যবসাসফল এই সিনেমা ঢালিউডে নতুন এক জনপ্রিয় জুটির জন্ম দেয়— শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর একসঙ্গে আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন দুজন।