1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ফের বাড়ল স্বর্ণের দাম - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

ফের বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৩০ আগস্ট) রাত ৯টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা আজ রবিবার (৩১ আগস্ট) থেকে কার্যকর হবে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, রবিবার থেকে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৬৭ টাকা বেড়ে এক লাখ ৭৪ হাজার ৩১৮ টাকায় বিক্রি হবে।

বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৪২ হাজার ৬২৭ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ১৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে।

যেখানে শনিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ এক লাখ ৭২ হাজার ৬৫১ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৪১ হাজার ২৬৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ১৬ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT