1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আজ-ই কি সিরিজ জিততে পারবে বাংলাদেশ? - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

আজ-ই কি সিরিজ জিততে পারবে বাংলাদেশ?

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || নেদারল‌্যান্ডসকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করা বাংলাদেশ আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম‌্যাচটি সন্ধ‌্যা ৬টায় শুরু হবে।

আজ-ই কি সিরিজ জিততে পারবে বাংলাদেশ? প্রথম ম‌্যাচের পারফরম‌্যান্স মূল‌্যায়ন করলে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোকের অভাব থাকবে না। তবে ডাচদের হেলাফেলা করার সুযোগও নেই। কঠিন মুহূর্তে তারা লড়তে জানে। লড়াইয়ে ফিরতে জানে। অতীতেও তা প্রমাণ পেয়েছে বাংলাদেশ।

সিরিজ নিশ্চিত করতে হলে সতর্ক বাংলাদেশ। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কন্ঠে তা বোঝা গেছে, ‘‘যে দিন চলে গেছে সেটা আর ফিরে আসবে না। সেটা নিয়ে লাফালাফি করার কিছু নেইহেরে গেলেও হতাশ হওয়ার কিছু নেইআমাদের আবেগ অনেক দিন থাকে, এখন শিখতে হবে কখন আবেগ ধরে রাখতে হবে এবং কখন ছেড়ে দিতে হবেএবার পরের ম্যাচে যেন ভালো খেলি, সেখানে মনোযোগ দিতে হবে।’’

দ্বিতীয় ম‌্যাচে একাদশে কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না সালাহউদ্দিন। বিশেষ করে উইনিং কম্বিনেশন ভাঙার কারণও নেই। শেষ ম‌্যাচে পরীক্ষা-নিরীক্ষা হলে হতে পারে তবে আজ সেই সুযোগ নেই, ‘‘এখানে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট। জেতার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব।’’

চার বছর পর নিজের প্রত‌্যাবর্তন দারুণভাবে রাঙিয়েছেন সাইফ হাসান। বোলিংয়ে ২ উইকেটের পর ব‌্যাটিংয়ে ঝড়ো ১৯ বলে ৩৬ রান করেন ১ চার ও ৩ ছক্কায়। তার পারফরম‌্যান্স মনে ধরেছে সবারই। সামনেও এমন ছন্দ ধরে রাখবে সাইফ এমন চাওয়া শিষ্যর কাছে সালাহউদ্দিনের।

তিনি বলেছেন, ‘আশা করি আগের ম্যাচে সে যে ক্যারেক্টার দেখিয়েছে সে যেন আরও দেখিয়ে যেতে পারে। সাফল্য কত দিন ধরে করে যাচ্ছে এটা জরুরি। অনেকেই চেষ্টা করে। অনেকের ধৈর্য ৬ মাস, ১ বছর থাকে। ওর ৪ বছর ছিল। আশা করি সে আরও ভালো করবে ভবিষ্যতে।’’

নেদারল‌্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৬টি-টোয়েন্টি খেলেছে। ৫টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল‌্যান্ডসের জয় ১টিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT