1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২২ জনে। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে কুনার প্রদেশে ৬১০ জন নিহত হয়েছে, আর নাঙ্গারহরে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এতে সরকারি হিসাবে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬২২ জনে। এছাড়া, দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, মোবাইল ফোন সিগন্যাল সীমিত থাকায় হতাহতের পূর্ণ তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না। উদ্ধারকর্মীরা এখনও কার্যক্রম চালাচ্ছে এবং হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার (৩১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর অন্তত আরো তিনটি কম্পন অনুভূত হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ এর মধ্যে।

এর আগে আফগানিস্তান ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারান। ২০২৩ সালের অক্টোবর মাসে পশ্চিম আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT