1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আরবাজের সঙ্গে সুখী ছিলাম না: মালাইকা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

আরবাজের সঙ্গে সুখী ছিলাম না: মালাইকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || বলিউডের আলোচিত প্রাক্তন তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই যুগল। তাদের বিয়েবিচ্ছেদ নিয়ে নানারকম জলঘোলা হয়েছে। তবে এই বিচ্ছেদ চাননি মালাইকা। পাশাপাশি দাবি করেনআরবাজের সঙ্গে সুখী ছিলেন না এই অভিনেত্রী।

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে মালাইকা আরোরা বলেন, “আমি চাইতাম আমার বিয়েটা আজীবন টিকে থাকুক। কিন্তু তা হয়নি। তার মানে এই না যে, আমি ভালোবাসায় বিশ্বাস হারিয়েছি বা আমার নেওয়া সিদ্ধান্তটা ভুল ছিল। এর মানে এই না যে, আমি আমার জীবনের গতিপথ বদলাতে পারতাম, না! যা হওয়ার ছিল, সেটাই হয়েছে।”

জীবনের অভিজ্ঞতা মিশিয়ে মালাইকা আরোরা বলেন, “জীবনে অনেক পরিস্থিতি আসে, যখন মানুষ সবকিছু ঠিক করার চেষ্টা করেযাতে ভালো কিছু বেরিয়ে আসেকিন্তু এমন একটা সময় এলো যখন আমরা দুজনেই বুঝলাম যে, ‘এটা আর চলবে না।”

প্রশ্ন ছুড়ে দিয়ে মালাইকা আরোরা বলেন, “মানুষ মনে করে, নিজের কথা ভাবা ভুল। ‘তুমি নিজেকে নিয়ে কীভাবে আগে ভাবতে পারো? তোমার তো সন্তান আছে, পরিবার নিয়ে আগে ভাবা উচিত।’ কিন্তু নিজের কথা ভাবার মধ্যে ভুলটা কোথায়?”

আরবাজের সঙ্গে সুখী ছিলেন না মালাইকা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “সবাই বলে, আগে নিজেকে ভালোবাসো, তারপর অন্য কাউকে।’ সেই সময় বুঝেছিলাম, আমাকে আগে সুখী হতে হবে, তারপর অন্যকিছু ঠিক করা সম্ভব। আমি সুখী ছিলাম না।”

মালাইকার ডিভোর্সের সিদ্ধান্তকে মানুষ ‘স্বার্থপর’ বলে মন্তব্য করেছিলেন। তাদের উদ্দেশে মালাইকা বলেন, “আপনার কাছে এটা স্বার্থপর মনে হতে পারে। আমি যা অনুভব করেছি, তাই করেছি। কীভাবে তুমি নিজেকে নিয়ে আগে ভাবতে পারোএটা মানুষের পক্ষে বোঝা কঠিন। হ্যাঁ, আমি নিজেকে নিয়ে আগে ভেবেছি। সেই সিদ্ধান্তই আজ আমাকে একজন ভালো মানুষ তৈরি করেছে। আমি এখন নিজের সঙ্গে অনেক বেশি শান্তিতে আছি, আমি অনেক সুখী। শুধু তাই নয়, আমার সন্তানও এখন অনেক ভালো এবং সুখী পরিবেশে আছে। আমি মনে করি না, সে এমন একটা পরিবেশে থাকতে চাইত, যেখানে কোনো কিছুই ঠিকঠাক ছিল না।”

২০২২ সালে ফারাহ খান সঞ্চালিত একটি অনুষ্ঠানে আরবাজের সঙ্গে বিয়েবিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন মালাইকা। আরবাজের সঙ্গে সংসার বাঁধার প্রস্তাব প্রথমে মালাইকাই দিয়েছিলেন। তা উল্লেখ করে তিনি বলেছিলেন—“আরবাজকে আমি প্রথম প্রপোজ করি। এ বিষয়টি কেউ-ই জানে না। আরবাজ আমাকে প্রপোজ করেনি। আমিই ওকে বলেছিলাম, বিয়ে করতে চাই। তুমি তৈরি তো? আর খুব মিষ্টিভাবে ও জবাব দিয়েছিল, ‘তুমি দিন আর জায়গা ঠিক করো।”

ব্যক্তি আরবাজের প্রশংসা করে মালাইকা বলেছিলেন, “আরবাজ দারুণ একজন মানুষ। সে আমাকে আজকের মালাইকা হতে দিয়েছে। আজকে আমি যা হয়েছি, তার পেছনে রয়েছে আরবাজ। সে আমাকে একজন ব্যক্তি হিসেবে তৈরি করেছে।”

সংসার ভাঙার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মালাইকা বলেছিলেন, “আমরা ভেসে গিয়েছিলাম। আমরা খুব ছোট ছিলাম। বিশেষ করে আমার বয়স অনেক কম ছিল। আমার মনে হয় আমিও অনেক বদলে গিয়েছি। আমি জীবনে ভিন্ন কিছু চাইছিলাম। আমি অনুভব করছিলাম, আমার স্পেস প্রয়োজন, এজন্য আমার সরে যাওয়া উচিত।”

এটা করার জন্য একমাত্র উপায় কিছু বন্ধন ছিঁড়ে ফেলা। আমরা খুব বিরক্ত, খিটখিটে এবং রাগান্বিত হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়, আজকে আমরা ভালো আছি। আমরা পরস্পরকে ভালোবাসি এবং সম্মান করি। আমাদের একটি সন্তান রয়েছে। যার কারণে কিছু বিষয় আমাদের কখনই বদলাবে না। আমরা দূরে থেকে ভালো আছি।” বলেছিলেন মালাইকা।

আরবাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে কথা বলতে বলতে সেদিন কেঁদে ফেলেছিলেন মালাইকা। তারপর অনুষ্ঠানের অতিথি ফারাহ খানকে জড়িয়ে ধরেন এই অভিনেত্রীকে।

আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান মালাইকা। শুরুতে গোপন করলেও তাদের সম্পর্কের বিষয়টি এখন ওপেন সিক্রেট। মাঝে তাদের প্রেমের সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। তবে সেসব উড়িয়ে মাঝেমধ্যে একসঙ্গে দেখা দেন এই জুটি।

অন্যদিকে, নতুন করে সংসার শুরু করেছেন আরবাজ খান। ২০২৩ সালের ডিসেম্বরে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শুরা খান এখন অন্তঃসত্ত্বা। আপাতত সন্তানের আগমনের অপেক্ষায় আরবাজ-শুরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT