পাবনা প্রতিনিধি || কক্সবাজার থেকে ফেরার পথে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবাসহ পাবনা জেলা যুবদল ও সুজানগর পৌর কৃষক দলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রবিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে রাশেদ রানা, পাবনার সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও সুজানগর পৌর এলাকার ভবানিপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল এবং পাবনা পৌর এলাকার রাধানগরের মৃত আব্দুল জলিলের ছেলে যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি।
পুলিশ ও র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালায় র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা জব্দ হয়। পরে তাদের সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবিব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। আজ রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, “বিষয়টি আমার জানা নেই। সংগঠনের কেউ যদি দেশবিরোধী ও দলবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেই বিষয়টি দৃষ্টিগোচর হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।”
পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, “আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। আমরা মিটিংয়ে বসব। যদি তথ্য সঠিক হয়, তাহলে আমরা তাকে বহিষ্কার করব। দল এ ব্যাপারে কোনো সমঝোতা করবে না।”