নিজস্ব প্রতিবেদক || প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সিইসির কার্যালয় থেকে জানানো হয়েছে, গত বছরের ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তার সরাসরি বৈঠক হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে কৃষিবিদ ঐক্য পরিষদের সড়ক অবরোধের কারণে তা বাতিল করা হয়।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেছেন, বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া, ভোটার সচেতনতা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।