খেলাধুলা প্রতিবেদক || বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২১তম বোর্ড সভা সোমবার অনুষ্ঠিত হয় সিলেটে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে দুই ঘণ্টার বেশি সময় এই বোর্ড সভা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন ছয় পরিচালক। অনলাইনে যুক্ত হন আরো দুই পরিচালক।
আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক। বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কিছু দিক নির্দেশনাও দেওয়া হয়েছে।
যেসব সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড সভায়:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আইএমজি দায়িত্ব পেয়েছে। তিন বছরের জন্য কাজ করবেন তারা।
অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। ৩-৪ দিনের মধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করা হবে।
বিপিএলের ফিক্সিংয়ের তদন্তের প্রতিবেদন হাতে পেয়েছে বিসিবি। এই প্রতিবেদন রিভিউ করতে চার সদস্যের নতুন কমিটি গঠন।
বিপিএলের ফিক্সিং রোধে প্রয়োজনে আইসিসির সাহায্য নেয়া হবে।
বাংলাদেশের ম্যাচ অফিসিয়ালদের প্রশিক্ষণ দেওয়াসহ নিবিড়ভাবে আরও নানা কাজ করবেন আইসিসির সাবেক বর্ষসেরা আম্পায়ার সাইমন টাফেল। তার সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে।
আপাতত জুলিয়ান উডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ছে না। ভবিষ্যতে তাকে প্রয়োজনে আবার নিয়োগ দেওয়া হতে পারে।
অস্ট্রেলিয়ার অ্যাশলে রসকে এনে ব্যাটিংয়ের জন্য কোচদের একটি তিন দিনের কর্মশালার আয়োজন করা হবে। যেখানে বিসিবির ও বাইরের মিলিয়ে ২৫–৩০ জন কোচ থাকবেন ।
অক্টোবরে বিসিবি নিজেদের আয়োজনে লেভেল-৩ কোর্স করাবে আম্পায়ারদের। এর আগে আইসিসির তত্ত্বাবধানে করা হলেও এবার বিসিবি নিজেরাই সব আয়োজন করবে।