আন্তর্জাতিক ডেস্ক ||আফগানিস্তানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ১০০ ছাড়িয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কমপক্ষে এক হাজার ১২৪ জন নিহত হয়েছে, তিন হাজার ২৫১ জন আহত হয়েছে এবং আট হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, আরো অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানে জাতিসংঘের সমন্বয়কারী জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
আফগানিস্তান মারাত্মক ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায়, যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
সোমবার স্থানীয় সময় মধ্যরাতে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)। ভূমিকম্পে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনার এবং নাঙ্গারহার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনার প্রাদেশিক প্রধান এহসানুল্লাহ এহসান জানিয়েছেন, সোমবার কুনারের চারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গ্রামে উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং এখন আরো দূরবর্তী পাহাড়ি এলাকায় পৌঁছানোর প্রচেষ্টা জোরদার করা হবে।
তিনি বলেছেন, “আমরা সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করতে পারছি না যে ধ্বংসস্তূপের নিচে এখনো কতজনের মৃতদেহ আটকা পড়ে আছে। আমাদের প্রচেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব এই অভিযানগুলো সম্পন্ন করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরু করা।”