1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
দিনাজপুরের মধ্যপাড়া খনিতে আবারও পাথর উত্তোলন শুরু - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

দিনাজপুরের মধ্যপাড়া খনিতে আবারও পাথর উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি

দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে চার দিন বন্ধ থাকার পর আবারো পাথর উত্তোলন শুরু হয়েছে। বিস্ফোরক সংকটের কারণে গত ২৮ আগস্ট থেকে উৎপাদন বন্ধ ছিলো।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং টু কন্ট্রাক্ট) প্রকৌশলী মো. অবায়দুল্লাহ।

তিনি জানান, গতকাল সোমবার সকালে প্রয়োজনীয় বিস্ফোরক খনিতে এসে পৌঁছায়। এরপর সকাল থেকেই ভূগর্ভে কার্যক্রম চালু হয় এবং দুপুরের শিফট থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়। এখন থেকে প্রতিদিন তিন শিফটে আগের মতোই পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলনের আশা করছে খনি কর্তৃপক্ষ।

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনের দায়িত্বে রয়েছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। চুক্তি অনুযায়ী, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিস্ফোরক সরবরাহের দায়িত্ব পালন করছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি।

উল্লেখ্য, উৎপাদন ও উন্নয়ন কাজে ব্যবহৃত বিস্ফোরকের সংকটের কারণে এর আগে বেশ কয়েকবার মধ্যপাড়া খনিতে উৎপাদন বন্ধ হয়েছিল। এর মধ্যে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস, ২০১৮ সালের জুনে সাতদিন, ২০২২ সালের মার্চে ১৪ দিন এবং একই বছরের মে মাসেও খনি বন্ধ ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT