1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বল হাতে রশিদ খানের বিশ্বরেকর্ড - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

বল হাতে রশিদ খানের বিশ্বরেকর্ড

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || দুর্দান্ত এক অর্জনে নাম লিখালেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খানআন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ড এখন তার দখলে

সাম্প্রতিক সময়ে ফর্মের চ্যালেঞ্জের মধ্য দিয়েই যাচ্ছিলেন এই লেগস্পিনার। আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্য হান্ড্রেডে গড়েছিলেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও। তবে শারজায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আমিরাতের বিপক্ষে মাঠে নেমে যেন নতুন করে জানান দিলেন নিজের সামর্থ্যের।

সোমবার অনুষ্ঠিত ম্যাচে আমিরাতকে ৩৮ রানে হারায় আফগানিস্তান। ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে করতে পারে মাত্র ১৫০ রানবল হাতে আলো ছড়ান রশিদ খানমাত্র ২১ রানের বিনিময়ে তুলে নেনউইকেটআর এই তিন উইকেটই তাকে পৌঁছে দেয় বিশ্বরেকর্ডের শীর্ষে

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ছিল নিউ জিল্যান্ডের সাবেক তারকা পেসার টিম সাউদির। ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়েছিলেন তিনি। রশিদ মাত্র ৯৮ ম্যাচেই ভেঙে দিলেন সেই রেকর্ড, এখন তার ঝুলিতে রয়েছে ১৬৫ উইকেট।

শীর্ষ তালিকায় রশিদ ও সাউদির সঙ্গে জায়গা করে নিয়েছেন আরও কয়েকজন নামকরা বোলার। বাংলাদেশের সাকিব আল হাসান ১২৯ ম্যাচে নিয়েছেন ১৪৯ উইকেট। আর মোস্তাফিজুর রহমানের সংগ্রহ ১১৩ ম্যাচে ১৪২টি। এদিকে কিউই লেগস্পিনার ইশ সোধি আছেন ১৫০ উইকেট নিয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT