নিউজ ডেস্ক || বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট দ্রুত কেটে যাবে, মন্ত্রণালয় যে কোনো সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যহত রেখেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
২ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, “গত কয়েক দিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সবার সঙ্গে মন্ত্রণালয়ও উদ্বিগ্ন। তবে আশার কথা হলো, সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি দ্রুতই সমাধান হবে। আশা করি বিভিন্ন পক্ষ একে অপরের কথা বুঝবেন। যত দ্রুত সমাধান হয় ততই মঙ্গল।”
তিনি বলেন, “মন্ত্রণালয় সবার সঙ্গে যোগাযোগ রেখেছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনে সব সহায়তা করা হবে। দ্রুত সময়ের মধ্যে সমাধান আসবে।”
সূত্র: বাসস