আন্তর্জাতিক ডেস্ক || পশ্চিম সুদানের মাররাহ পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধারে আন্তর্জাতিকভাবে সহযোগিতা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সুদান লিবারেশন মুভমেন্ট আর্মি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটির দাবি, পুরো গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মাত্র একজন জীবিত আছেন।
লিবারেশন মুভমেন্ট আর্মির নেতা আবদেল ওয়াহিদ মোহাম্মদ নূরের নেতৃত্বাধীন গোষ্ঠী জানায়, কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর গত ৩১ আগস্ট ভূমিধসের ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, গ্রামটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে নিহতদের লাশ উদ্ধারে সহযোগিতা চাওয়া হয়েছে।
উত্তর দারফুর রাজ্যে সুদানি সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ থেকে পালিয়ে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন মাররাহ পাহাড়ে। তবে সেখানে ছিল খাদ্য ও ওষুধের তীব্র সংকট।
দুই বছরের গৃহযুদ্ধে সুদানের অর্ধেকেরও বেশি মানুষ মারাত্মক খাদ্য সংকটে পড়েছেন। লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং উত্তর ডারফুরের রাজধানী সংঘর্ষের কবলে রয়েছে।