1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শাপলার রাজ্য সালথার খোয়াড় গ্রাম - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

শাপলার রাজ্য সালথার খোয়াড় গ্রাম

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার দেখা হয়েছে
খোয়াড় গ্রামের বিলাঞ্চলে ফোটা শাপলা

ফরিদপুর প্রতিনিধি || শরতের শুরুতে শাপলায় সেজেছে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের বিলাঞ্চলথইথই স্বচ্ছ জলে ফোটা সাদা শাপলার মনমাতানো দৃশ্য দেখতে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করছেন এখানটায়।

প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই গ্রামে। পর্যটকরা কেউ ক্যামেরায় এই মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করছেন, আবার কেউবা নৌকায় চড়ে শাপলার শান্ত সৌন্দর্যের সাথে নিজেদের একাত্মতা প্রকাশ করছেন।

ঢাকা থেকে আসা দর্শনার্থী মো. আবিদ বলেন, “শহরের কোলাহল ছেড়ে এমন শান্ত পরিবেশে এসে মন ভরে গেল। শাপলার সাদা রং আর চারপাশের সবুজে এক অন্যরকম শান্তি পাচ্ছি।” স্থানীয় কলেজের ছাত্রী রিতা আক্তার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে এখানকার ছবি দেখে এসেছিলাম। বাস্তবে এর সৌন্দর্য আরও হাজার গুণ বেশি।” গ্রামের বাসিন্দা মো. হেমায়েত ফকির বলেন, “শাপলার ফুলে গ্রামের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। এটি আমাদের গ্রামের মানুষের সরলতার প্রতিচ্ছবি।”

স্থানীয় বাসিন্দা আবু মুসা জানান, শুকনো মৌসুমে এই জমিতে পেঁয়াজ ও পাটের চাষ হয়বর্ষা এলে প্রাকৃতিকভাবেই এখানে শাপলার জন্ম হয়, যা গ্রামের সৌন্দর্য বাড়িয়ে দেয়শাপলা শুধু সৌন্দর্যই নয়, জীবিকারও মাধ্যম। এখানকার তরুণ ও যুবকরা শাপলা তুলে বাজারে বিক্রি করে বাড়তি আয় করেন। এতে করে অনেক বেকার যুবকও স্বাবলম্বী হচ্ছেন।

সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, “বর্ষা ও শরৎকালে খাল-বিলে শাপলা ফোটে। এ ফুল শুধু সৌন্দর্যই নয়, পুষ্টিগুণেও ভরপুর। শাপলার ডাটায় ভিটামিন, খনিজ ও আঁশ রয়েছে। ফুলের বীজ ও গুঁড়ো দিয়ে তৈরি খই বেশ সুস্বাদু।”

তিনি জানান, জেলা ও উপজেলা প্রশাসন যদি এই সৌন্দর্য রক্ষায় উদ্যোগ নেয়, তবে খোয়াড় গ্রাম ভ্রমণপিপাসুদের জন্য তীর্থস্থানে পরিণত হতে পারে।

যারা প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য এবং গ্রামীণ জীবনের সরলতা উপভোগ করতে চান, তাদের জন্য খোয়াড় গ্রাম একটি দারুণ পছন্দ হতে পারে।

ফরিদপুর শহর থেকে বাস বা ব্যাটারিচালিত অটোরিকশায় ৮-১০ কিলোমিটার পথ পেরিয়ে ঠেনঠেনিয়া বা বালিয়াগটি বাজারে নেমে অটোরিকশা বা ভ্যানে করে খোয়াড় গ্রামে পৌঁছানো যায়। শাপলার সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন গ্রামটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT