বিনোদন ডেস্ক || বলিউডে সম্পর্কের ভাঙা-গড়া নতুন কিছু নয়। প্রতিনিয়ত নতুন সম্পর্ক যেমন তৈরি হচ্ছে, আবার সম্পর্ক ভাঙছেও। তবে কিছু প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা চলতেই থাকে। বলিউডের আলোচিত সম্পর্কের মধ্যে একটি অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের প্রেম। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর এই জুটির বাগদানও হয়। তবে শেষ পর্যন্ত তা আর বিয়েতে গড়ায়নি।
অভিষেকের সঙ্গে বিচ্ছেদের পেছনে নানা গুঞ্জন শোনা গেলেও, দুই পরিবারই সবসময় সেই ভাঙনের প্রকৃত কারণ গোপন রেখেছে। বাগদান ভেঙে যাওয়ার পরের সময়কে কারিশমা ‘ট্রমাটিক’ বলে মন্তব্য করেছিলেন। তার ভাষায়, “এই অভিজ্ঞতা যেন কোনো মেয়ের জীবনে না আসে।”
২০০৩ সালে রেডিফ-কে সাক্ষাৎকার দেন কারিশমা। এ আলাপচারিতায় অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়ে কথা বলেন। কারিশমা কাপুর বলেন, “সচেতনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলাম। দুঃখ নিয়ে প্রকাশ্যে আসার জন্য প্রস্তুত ছিলাম না। আমি সম্মানের সঙ্গে চুপ থাকাকেই বেছে নিয়েছিলাম। কারণ আমি সে রকমই একজন মানুষ। আমি সবসময়ই কম কথা বলা একজন নারী।”
ভাগ্যের বেশি পাওয়া যায় না বলে মনে করেন কারিশমা কাপুর। সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, “এই বছরের (২০০৩) শুরুটা আমার জন্য খুবই যন্ত্রণাদায়ক ছিল। আমি চাই না কোনো মেয়ে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাক। আমার কষ্ট আর যন্ত্রণা একাই সামলেছিলাম। আমার ধারণা, সময়ই সবচেয়ে বড় ওষুধ। অনেক কিছু পার করে এসেছি। আমি এখন সেই ঘটনাগুলোও মেনে নিতে শিখেছি। আমি শুধু এটুকুই বলব—নিয়তি যা নির্ধারণ করে, সেটাই ঘটে। আমি মানসিকভাবে তখন আমার সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার জন্য তৈরি ছিলাম না। জীবন আমাদের নানারকম কার্ড দেয়; সেই কার্ডের খেলায় নিজেকে মেলাতে হয়।”
বিয়ে ভাঙার সঠিক কারণ দুই পরিবারের কেউ না জানালেও, গুঞ্জন শোনা যায়, কারিশমার মা, প্রাক্তন অভিনেত্রী ববিতা কাপুর ও বচ্চন পরিবারের মতভেদের কারণে বিয়েটি ভেঙে যায়। কিন্তু কারিশমা তার পরিবার নিয়ে ভিন্ন তথ্য জানান। কারিশমা কাপুর বলেন, “আমার মা-বাবা (ববিতা ও রণধীর কাপুর), বোন (কারিনা কাপুর), আমার দাদিজি (কৃষ্ণা রাজ কাপুর), আমার দুই পিসি (রীমা জৈন ও ঋতু নন্দা) আর ঘনিষ্ঠ বন্ধুরা না থাকলে আমি আমার সেই ট্রমা থেকে বের হতে পারতাম না।”
২০০২ সালে অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে জয়া বচ্চন ঘোষণা দেন অভিষেক-কারিশমার বাগদানের। জয়া বচ্চনের এমন ঘোষণার পর বলিউডে বইছিল উৎসবের আমেজ। তবে সেই উৎসব মিলিয়ে যেতে সময় লাগেনি। ২০০৩ সালে অপ্রত্যাশিতভাবে ভেঙে যায় এই বিয়ে।
একই বছর কারিশমা কাপুর শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। এক দশকের কিছু বেশি সময় পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। চলতি বছরের ১২ জুন মারা যান সঞ্জয় কাপুর। তবে কারিশমা আর বিয়ে করেননি।