1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া আরো সহজ করলো বিডা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া আরো সহজ করলো বিডা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের কর্মানুমতির জন্য নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া অনলাইনে প্রদান করা হবে। বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে এই সেবা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কার্যকর হবে।

২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির উপস্থিতিতে উচ্চপর্যায়ের আন্তঃসংস্থাগত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে নিরাপত্তা ছাড়পত্র সম্পূর্ণ অনলাইনে প্রদান করা। নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা শিগগিরি চালু হবে, যাতে বিনিয়োগ সেবা ও পরিবীক্ষণ আরো জোরদার হবে। ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে প্রদানযোগ্য হবে। আন্তঃসংস্থাগত একটি ইন্টারঅপারেবল ডেটাবেস তৈরি হবে, যাতে তথ্য আদান-প্রদান, বিদেশিদের আগমন ও অবস্থান পরিবীক্ষণ এবং আন্তসংস্থা সমন্বয় আরো বেশি কার্যকর হয়। নিরাপত্তা ছাড়পত্র সংক্রান্ত এই প্রক্রিয়াসমূহ সব বিনিয়োগ সংস্থার অধীন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‍“নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত হবে। সীমিত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই কর্মানুমতি ও ভিসা-সম্পর্কিত আরো কিছু সংস্কার কার্যকর করা সম্ভব হবে।”

তিনি বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যেমন বিডা নিয়মিত মাসিক সমন্বয় সভা করে, তেমনি নিরাপত্তা ছাড়পত্র ও কর্মানুমতির সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গেও এখন থেকে বিডা মাসিক সভা করবে—যাতে এই গুরুত্বপূর্ণ সেবায় কোনো অনিশ্চয়তা না থাকে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি ডিজিটালাইজেশন কার্যক্রমকে এগিয়ে নিতে এবং প্রক্রিয়াসমূহ আরো সহজ ও কার্যকর করতে বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি), আইনশৃঙ্খলা সংক্রান্ত সংস্থা এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT