1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কমেছে সবজি, মাছ ও ডিমের দাম - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

কমেছে সবজি, মাছ ও ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || সরবরাহ ভালো থাকায় কমেছে সবজি, মাছ ও ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। তবে, এখনো নিম্নআয়ের মানুষরা চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারছেন না বেশি দামের কারণে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর নিউ মার্কেট, হাজারীবাগসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

গত সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হয়েছে ২৪০ টাকা কেজি দরে, এখন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সে হিসেবে কাঁচামরিচের দাম কমেছে ৪০ টাকা।

বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় দাম কমতে শুরু করছে। এখন বাজারে প্রতি কেজি দেশি শশা ৬০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা, দেশি গাজর ১০০ থেকে ১২০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, বরবটি ৯০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৭০ টাকা, কাকরোল ৭০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১৫০ টাকা, সিম ১৮০ থেকে ২০০ টাকা এবং প্রতি পিস জালি কুমড়া ও লাউ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৪০ থেকে ১৬০ টাকা এবং দেশি আদা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মুদি বাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে।

কমেছে মাছ ও ডিমের দাম
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিছু মাছের দাম সামান্য কমেছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪৫০ টাকায়। প্রতি কেজি চাষের পাঙাস ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, মাঝারি আকারের কৈ ৩০০ থেকে ৩৫০ টাকা, দেশি শিং ৭০০ টাকা, বড় আকারের পাবদা ৫০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজি বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়।

বাজারে এখন প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪৫ থেকে ১৫০ টাকা। সে হিসেবে প্রতি ডজন ডিমের দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা।

এ সপ্তাহে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ৩৩০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

যা বলছেন ক্রেতা-বিক্রেতারা
রাজধানীর সালেক গার্ডেন কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আলাউদ্দিন মোল্লা  সংবাদমাধ্যমকে বলেছেন, এখন বাজারে যা অবস্থা, সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য চাহিদা অনুযায়ী বাজার করা কষ্টকর। মুদিবাজার করার পর মাছ মাংস, ডিম ও সবজি কেনার জন্য টাকা থাকে না। সরকারের উচিত নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া।

রাজধানীর নিউ মার্কেটের বনলতা কাঁচাবাজারের সবজি বিক্রেতা চাঁন মিয়া সংবাদমাধ্যমকে বলেন, বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করছে। আগামী কয়েক সপ্তাহে সবজির দাম কমবে বলে আশা করছি। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কমেছে। সরবরাহ ভালো থাকলে দাম আরো কমবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT