বিনোদন ডেস্ক || ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ক্যারিয়ারের শুরু থেকেই দাপুটে অভিনয়গুণে শোবিজে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। শুরুর দিকে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রে যেমন ভিলেনের ভূমিকায় দেখা গেছে তাকে, তেমনি শাকিব খান অভিনীত অনেক সিনেমায়ও তিনি দাপট দেখিয়েছেন। কাছ থেকে দুইজনকেই দেখেছেন। সেই দিক থেকে তার নিজেস্ব মূল্যায়নও রয়েছে এই দুই চিত্রনায়ককে নিয়ে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিশা সওদাগরকে প্রশ্ন করা হয় ১০০ নম্বরের মধ্যে সালমান শাহ আর শাকিব খানকে আলাদা আলাদা করে কত দিতে চান? মিশা সওদাগর বলেন, ‘‘মারাত্মক প্রশ্ন। দুইজনকে ফিফটি ফিফিটি দেওয়া যায়। তার কারণ হচ্ছে যে, সালমান শাহ যেমন তার সাবলীল বাচনভঙ্গি দিয়ে জনপ্রিয়, তেমনি অ্যাকটিংয়ের খুরধার দিয়ে সাকিব জনপ্রিয়। সেজন্য দুইজনকে একশো নম্বরের মধ্যে ফিফটি ফিফটি দেবো।’’
উল্লেখ্য, মিশা সওদাগর জন্মগ্রহণ করেন ৪ জানুয়ারি, ১৯৬৬ সালে। তিনি এখন পর্যন্ত ৭০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাধারণত খলনায়ক চরিত্রেই পর্দায় দেখা যায় তাকে। বস নাম্বার ওয়ান, অল্প অল্প প্রেমের গল্প এবং বীর ছবিতে তার ভূমিকার জন্য তিনবার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।