1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) এবং ১০ জন কনস্টেবল রয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট দুর্নীতির মামলার শুনানির জন্য মতিউর রহমানকে কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকায় আনা হয়েছিল। শুনানি শেষে তাকে কিশোরগঞ্জ কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজন ভ্যানটি নরসিংদীতে দীর্ঘ সময় যাত্রাবিরতি করে। ওই সময়ে মতিউর রহমানকে হাতকড়া ছাড়া একটি হোটেলে ঢুকিয়ে একজন ব্যক্তির সঙ্গে আলাদা কক্ষে দেখা করানো হয় এবং খাবার দেওয়া হয়। পরে এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ ঘটনার সত্যতা পাওয়ার পর কিশোরগঞ্জের পুলিশ সুপার ওই ১১ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- এসআই আবুল কাশেম এবং ১০ জন কনস্টেবল।

গত বছর কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেইসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়।

ছাগলকাণ্ডের আলোচনার মধ্যে মতিউর রহমানকে এনবিআর থেকে সরানো হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT