নিউজ ডেস্ক || ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ ১২ সম্পদক পদে নয়টিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ জয়কে শিবিরের নয়, শিক্ষার্থীদের বলে জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ হোসেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।’
এস এম ফরহাদ বলেন, “ঢাবি শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করেছেন তাকে ভোট দিয়েছেন। শিবিরের দল করার কারণে বিজয় বলে মনে করি না। শিক্ষার্থীদের যে আমানত, তা যেন সঠিকভাবে পালন করতে পারি। সঠিক পথে চলার চেষ্টা করবো। তাদের প্রত্যাশা পূরণে, তাদের আমানত যেন রক্ষা করতে পারি। এটা আমাদের পরীক্ষা।”
বিজয় মিছিল না করার কথাও জানান তিনি।