1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
দুর্দান্ত সূচনায় এশিয়া কাপের মঞ্চ কাঁপাল আফগানিস্তান - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

দুর্দান্ত সূচনায় এশিয়া কাপের মঞ্চ কাঁপাল আফগানিস্তান

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচেই দারুণ জয় তুলে নিলো আফগানিস্তান। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে ‘বি’ গ্রুপের লড়াইয়ে তারা হংকংকে হারিয়েছে বিশাল ৯৪ রানের ব্যবধানে।

প্রথমে ব্যাট করে আফগানরা নির্ধারিত ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১৮৮ রান। ওপেনার সেদিকুল্লাহ অটল খেলেন এক অবিচল ইনিংস। ৫২ বলে করেন ৭৩ রান। যেখানে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। তার সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ২১ বলে তার ঝোড়ো ৫৩ রানের ইনিংসে ভরিয়ে দেয় রানতালিকা। অভিজ্ঞ মোহাম্মদ নবী যোগ করেন কার্যকর ৩৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপে ছিন্নভিন্ন হয়ে যায় হংকংয়ের ব্যাটিং। পাওয়ার প্লে’র ভেতরেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। কেবল বাবর হায়াত কিছুটা প্রতিরোধ গড়লেও ৪৩ বলে ৩৯ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে হংকং থেমে যায় মাত্র ৯৪ রানে।

আফগানিস্তানের হয়ে ফজলহক ফারুকী ও গুলবাদীন নাইব নেন দুটি করে উইকেট। রশিদ খান, নুর আহমেদ ও আজমতউল্লাহ ওমরজাই শিকার করেন একটি করে উইকেট।

এই জয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে টুর্নামেন্ট শুরু করল রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান। পরের ম্যাচে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT