1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ক্রিয়েটিভ মানুষের চাহিদা থাকবেই: বেবী নাজনীন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

ক্রিয়েটিভ মানুষের চাহিদা থাকবেই: বেবী নাজনীন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে
সংগীতশিল্পী বেবী নাজনীন

বিনোদন ডেস্ক || ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন। বাংলাদেশ বেতার, চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ- সব মাধ্যমেই গান গেয়ে অসংখ্য শ্রোতার হৃদয় জয় করে নিয়েছেন। ৫০টি একক এবং ২০০-এরও বেশি মিশ্র অ্যালবাম রয়েছে তার। গান নিয়ে পৃথিবীর বহু দেশে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু গান নিয়ে তৃপ্ত নন এই শিল্পী।

বেবী নাজনীন একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার গানগুলো যখন তৈরি হয়, ইটস লাইক বেবি। এক একটা গান আমার কাছে এক একটি সৃষ্টি। আমি যখন একটা গান গেয়ে ফেলি, তারপরে মনে হয়- আহা যদি আরও ভালো করে গাইতে পারতাম। ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আমার একটা চাহিদা আছে। আমার ভেতরে একটা চাওয়া আছে।’’

বেবী নাজনীন আরও বলেন, ‘‘শিল্পীদের তৃপ্তি এতো সহজে হয় না। আমি এটা বিশ্বাস করি। ক্রিয়েটিভ মানুষের চাহিদা থাকবেই।’’

বেবী নাজনীন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিকবার। আধুনিক গানের বাইরে রবীন্দ্র-নজরুল, লালন, পল্লী, ভাওয়াইয়া গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT