1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
রপ্তানি মূল্য বৃদ্ধি, বরিশালে পান চাষিদের ৮ দফা দাবি - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

রপ্তানি মূল্য বৃদ্ধি, বরিশালে পান চাষিদের ৮ দফা দাবি

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে
আট দফা দাবি নিয়ে সমাবেশ করেন পান চাষিরা

বরিশাল প্রতিনিধি || রপ্তানি মূল্য বৃদ্ধির কারণে বিদেশে পান রপ্তানি করতে পারছেন না দেশের চাষিরা। এরই ধারাবাহিকতায় দেশেও পানের বাজারে পানের মূল্যে ধস নেমেছে। নায্য মূল্য না পেয়ে বরিশালের ঋণগ্রস্ত পান চাষীরা হতাশ হয়ে পড়েছেন।

এসব সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসনের জন্য বুধবার (১০ সেপ্টেম্বর) আট দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছেন বাংলাদেশ পান চাষি সমিতির বরিশালের গৌরনদী উপজেলা কমিটি। গৌরনদী বাসস্ট্যান্ড ও উপজেলা চত্বরে সমাবেশটি করেন তারা।

উপজেলা আহ্বায়ক মনির হোসেন সরদারের সভাপতিত্বে সমাবেশে জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, “পান চাষিরা লাখ লাখ টাকা এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে পান চাষ করছেন। বর্তমানে বাজারে পানের নায্যমূল্য না পেয়ে চাষিরা ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না।”

তিনি আরো বলেন, “পান রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় হঠাৎ করে পানের দাম একেবারেই কমে গেছে। স্থানীয় বাজারেও দাম পাচ্ছেন না কৃষক। এতে চাষের খরচই উঠছে না কৃষকের।”

জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পান রপ্তানি করে প্রতিবছরে গড়ে দুই থেকে তিনশ’ কোটি টাকা আয় হতো। অথচ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে তা প্রায় বন্ধ হয়ে গেছে।”

শুল্ক বিভাগের অবাস্তব সিদ্ধান্তকে দায়ী করে তিনি বলেন, “২০২৩-২৪ অর্থবছরে যেখানে প্রতি কেজি পানের রপ্তানি মূল্য ছিল এক ডলার, সেখানে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে সেই পানের প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ ডলার। ফলে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে পান নিচ্ছেন না। এ কারণেই দেশে পানের বাজারে নায্যমূল্য পাচ্ছেন না চাষিরা।”

চাষিদের আট দফা দাবিগুলো হলো- পান রপ্তানি বৃদ্ধি করতে আরোপিত সকল বাধাসমূহ অতিদ্রুত অপসারণ করতে হবে; দূর্গত পান চাষিদের কাছ থেকে এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে হবে; শুধুমাত্র পান চাষের ওপর নির্ভরশীল এমন গরিব চাষিদের সরকারি ত্রাণের আওতায় এনে তাদের পূর্ন রেশন দিতে হবে; পান রপ্তানিকারকদের সরকারি প্রণোদনার পাশাপাশি পান চাষিদেরও প্রণোদনা দিতে হবে; পান চাষের উপকরণ খৈল, সার, কীটনাশকসহ অন্যান্য জিনিসের দাম কমাতে হবে; পান গবেষণা কেন্দ্র স্থাপনা ও সংরক্ষণাগার করতে হবে; পান ভিত্তিক শিল্প স্থাপন করতে হবে; পান চাষিদের জন্য পান বীমা চালু করতে হবে এবং জাতীয় পান বোর্ড গঠন করতে হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির জেলা কমিটির প্রচার সম্পাদক জাফর আহম্মেদ তালুকদার, পান চাষি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নিমাই মন্ডলসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT