1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
রাস্তার ওপর ইটের দেয়াল, অবরুদ্ধ ২০ পরিবার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

রাস্তার ওপর ইটের দেয়াল, অবরুদ্ধ ২০ পরিবার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার দেখা হয়েছে
রাস্তার ওপর দেয়াল নির্মাণ করায় ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন।

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি || বরিশালের গৌরনদী উপজেলায় ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় হামলাসহ মামলার হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার তিখাসার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান, দেলোয়ার হোসেনসহ একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, তিখাসার গ্রামের পাইকবাড়ি সংলগ্ন এলাকার প্রায় ২০টি পরিবারের চলাচলের দীর্ঘদিনের একমাত্র রাস্তাটি তারা নিজস্ব অর্থায়নে একাধিকবার মেরামত করেছেন। পর সম্প্রতি গৌরনদী পৌরসভা থেকে রাস্তাটি সংস্কার করতেে এলে জমি ক্রয়সূত্রে ওই এলাকার বাসিন্দা প্রবাসী কামাল সরদারের পরিবারের সদস্যরা বাধা প্রধান করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানার ওসি উভয়কে নিয়ে থানায় বসে রাস্তা ব্যবহারের পক্ষে রায় ঘোষণা করেন।

স্থানীয় আরেক বাসিন্দা মিজানুর রহমান বলেন, দীর্ঘ ২০ বছর ধরে ওই এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তার ওপর থানার ওসির নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সকাল থেকে প্রবাসী কামাল সরদার শ্রমিক নিয়ে পাকা দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। এ সময় তাদের বাধা দেওয়ায় কামাল সরদারের ভাড়াটিয়া লোকজনে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলাসহ মামলায় জড়ানোর হুমকি প্রদান করে রাস্তার মধ্যে দেয়াল নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোনো সুফল মেলেনি।

স্থানীয়রা অভিযোগ করে আরও বলেন, রাস্তার মধ্যে পাকা দেয়াল নির্মাণের ফলে প্রায় ২০টি পরিবারের সদস্যরা এখন অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

অভিযুক্ত প্রবাসী কামাল সরদার বলেন, আমার কেনা জমির ওপর দেয়াল নির্মাণ করেছি। ভাড়াটিয়া লোকজন দিয়ে হুমকির অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ওই এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রবাসীর পরিবারকে রাস্তা বন্ধ না করার জন্য বলা হয়েছিল। সর্বশেষ কি হয়েছে সে বিষয়টি আমার জানা নেই।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT