1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ইংল্যান্ডের রান বন্যায় ভেসে গেল দ. আফ্রিকা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

ইংল্যান্ডের রান বন্যায় ভেসে গেল দ. আফ্রিকা

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ম্যানচেস্টারের আকাশে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে যেন ক্রিকেটের আতশবাজিই ফেটে পড়েছিল। যে খেলাটিকে আমরা ‘টি-টোয়েন্টি’ বলে জানি, সেটির সীমা যে এখনও কতদূর বাড়তে পারে তারই প্রমাণ দিল ইংল্যান্ড। মাত্র ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তারা জমা করল অবিশ্বাস্য ৩০৪ রান!

এমন রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা যেন শুরু থেকেই স্রোতের বিপরীতে দাঁড়ানো এক নৌকা। শেষ পর্যন্ত ১৫৮ রানে গুটিয়ে গিয়ে ১৪৬ রানের বিশাল হারে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। সিরিজ এখন সমতায় (১-১)। তাতে রোববারের লড়াই হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল।

দিনটা যে ফিল সল্টের, তা শুরু থেকেই বোঝা যাচ্ছিল। মাত্র ৩৯ বলে শতক পূর্ণ করে ইংলিশ ওপেনার ভেঙে দিলেন লিয়াম লিভিংস্টোনের রেকর্ড। শেষ পর্যন্ত ৬০ বলে অপরাজিত ১৪১ রান করেন তিনি। যা টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এই ইনিংস খেলে নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি। পেছনে ফেলেন ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ১১৯ রানকেও। যা ছিল এতোদিন সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ইংলিশ ক্রিকেটার হিসেবে। তার ব্যাটে ১৫টি চার আর ৮টি ছক্কার ঝলকানি যেন দর্শকদের চোখে আগুন ধরিয়ে দিল। আরেক প্রান্তে ক্যাপ্টেন জস বাটলারও ছিলেন সমান আগ্রাসী। মাত্র ৩০ বলে করেন ৮৩ রান। ৮টি চার আর ৭টি ছক্কার তাণ্ডবে সাজানো ছিল ইনিংসটি।

সল্ট-বাটলারের পর জ্যাকব বেথেলের ব্যাট থেকে এল ১৪ বলে ২৬। শেষ দিকে হ্যারি ব্রুকের ২১ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস ইংল্যান্ডকে নিয়ে যায় রানের পাহাড়ে। পাওয়ার প্লের ৬ ওভারেই ইংল্যান্ড তোলে ১০০ রান। এটি ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ।

এই ৩০৪ রান শুধু ইংল্যান্ডের ইতিহাসই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিরও এক মাইলফলক। তৃতীয় দল হিসেবে ৩০০ পার করল তারা। আগেই ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে (গাম্বিয়ার বিপক্ষে), আর ৩১৪ রান করেছে নেপাল (মঙ্গোলিয়ার বিপক্ষে)। ৩০৪ রান টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

৩০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও দ্রুত ধসে পড়ে। ওপেনার রায়ান রিকেলটন ঝড় তুললেও (১০ বলে ২০) খুব বেশি সময় টিকতে পারেননি। অধিনায়ক এইডেন মার্করাম ২০ বলে ৪১ আর জন ফরচুইন ১৬ বলে ৩২ রান করেন। স্টাবস (২৫) ও ফেরেইরা (২৩) কিছুটা চেষ্টা করলেও তা ছিল ব্যর্থ সংগ্রাম। শেষ পর্যন্ত ১৫৮ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে জোফরা আরচার নিয়েছেন ৩ উইকেট, স্যাম কারেন ও লিয়াম ডোউসন নিয়েছেন ২টি করে।

টি-টোয়েন্টি মানেই আগ্রাসী ক্রিকেট। তবে ম্যানচেস্টারের এই ম্যাচ ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দিল এটি শুধু খেলা নয়, এ যেন এক মহোৎসব। ব্যাট-বলের লড়াইকে রূপকথার মতো রঙিন করে দিল ইংল্যান্ড। আর দর্শকেরা পেল এক অবিস্মরণীয় সন্ধ্যা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT