1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নেত্রকোণায় স্পিডবোট উল্টে নিখোঁজ ৪ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

নেত্রকোণায় স্পিডবোট উল্টে নিখোঁজ ৪

নেত্রকোণা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে
খালিয়াজুরী থানা (ফাইল ফটো)

নেত্রকোণা প্রতিনিধি || নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদে স্পিডবোট উল্টে এক তরুণী ও তিন শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজেরা হলেন- উপজেলার বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন জানান, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বরযাত্রায় স্পিডবোট ভাড়া করা হয়। তবে, বরযাত্রার আগে প্রায় ১৫ জন স্বজন মিলে নদে বেড়াতে বের হন। এ সময় একটি বাল্কহেডকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি নৌকার সাথে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এতে চারজন নিখোঁজ ও বাকিরা সাঁতরে তীরে উঠেন। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে নামে। তবে সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, ‘‘নিখোঁজদের উদ্ধারে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা দিয়েছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT