1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আড়াই লাখ টাকার কৃষি ঋণে সিআইবি চার্জ মওকুফ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

আড়াই লাখ টাকার কৃষি ঋণে সিআইবি চার্জ মওকুফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || এখন থেকে কৃষি ও পল্লী ঋণে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ নিতে পারবে না ব্যাংক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় (যেখানে এনজিও বা এমএফআই যুক্ত নয়) কৃষি ও পল্লী ঋণ দেওয়ার সময় গ্রাহকের কাছ থেকে সিআইবি রিপোর্টের ফি নেওয়া যাবে না।

এর আগে ব্যাংকগুলোকে এই চার্জ মওকুফের সুযোগ দিলেও অনেক প্রতিষ্ঠান তা ঠিকমতো অনুসরণ করেনি। ফলে অনেক গ্রাহক এ সুবিধা থেকে বঞ্চিত হন।

সার্কুলারে আরও বলা হয়, কৃষি ও পল্লী ঋণে শুধুমাত্র নির্ধারিত সুদ ছাড়া আর কোনো ধরনের চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংক বলছে, কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT