খেলাধুলা ডেস্ক || এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ শুরুর আগে যতটা উত্তেজনা দেখা গেছে, খেলা মাঠে গড়ানোর পর সে তুলনায় তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে অনেকটা হেসেখেলে ম্যাচ জিতেছে ভারত। যদিও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন না হওয়াটা বড় আলোচনা তৈরি করেছে।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক আঘা সালমানসহ অন্য খেলোয়াড়রা সৌজন্য বিনিময় করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়রা তাদের সাথে হাত মেলাননি। জয় নিশ্চিত হওয়ার পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিংরুমে চলে যান। এরপর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেয়া হয়।
এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে পিসিবি আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানায়নি।
‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, তাদের এই খবর নিশ্চিত করেছে পিসিবি। সেখানে বলা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাদের মতে, ভারত যা করেছে তা খেলোয়াড়ি মানসিকতার পরিপন্থী। এই ঘটনা ভালোভাবে নিচ্ছে না পিসিবি।’
তবে গুঞ্জন আছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট দু’দলের অধিনায়ক ও ক্রিকেটারদের হাত মেলাতে নিষেধ করেছিলেন। যদি তাই হয় তা হলে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে রিপোর্টে খারাপ কিছু লিখবেন না ম্য়াচ রেফারি। ম্যাচের কোনও ঘটনা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ম্যাচ রেফারির রিপোর্ট গুরুত্বপূর্ণ।