নিউজ ডেস্ক || সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)
একই ধারা অব্যাহত থাকবে। আট বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী ১৮ সেপ্টেম্বর
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টি বেশি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগে কিছু জায়গায় বৃষ্টি চলবে। ভারী বর্ষণের শঙ্কা রয়েছে মূলত উত্তরাঞ্চল ও সিলেটে।
আগামী ১৯ সেপ্টেম্বর
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নিকলি ১১৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও খুলনার কয়রাতে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।