1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নায়িকা বনশ্রী মারা গেছেন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

নায়িকা বনশ্রী মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার দেখা হয়েছে
নায়িকা সাহিনা আকতার বনশ্রী

বিনোদন ডেস্ক || ‘সোহরাব রুস্তম’ সিনেমার নায়িকা সাহিনা আকতার বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে শিবচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর।

বনশ্রীর ভগ্নিপতি আবুল বাসার গণমাধ্যমে বলেন, “বনশ্রীর একমাত্র ছেলে তার মামার সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে থাকেন। তারা শিবচরের পথে। এরপর তার দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আপাতত তার মরদেহ নিয়ে যাওয়া হবে শিবচর কুমিরপাড় এলাকায় নানিবাড়িতে।”

‘সোহরাব-রুস্তম’, ‘মহা ভূমিকম্প’সহ বেশ কিছু আলোচিত সিনেমার নায়িকা বনশ্রী। গত কয়েক বছর ধরে তার সময়টা ভালো যাচ্ছিল না; মাথা গোঁজার আশ্রয়ও হারান। শহুরে জীবনের নানা চড়াই-উতরাই শেষে বনশ্রী ফিরে যান নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়। নানা জায়গায় ঘুরে অবশেষে এ চিত্রনায়িকার ঠাঁই মেলে সেখানকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। সরকারি অনুদান হিসেবে পাওয়া ২০ লাখ টাকার সুদ হিসেবে মাসে মাসে যা পেতেন, তা দিয়েই চলছিল তার সংসার।

শিবচরের মাদবরের চর ইউনিয়নের মেয়ে বনশ্রী। ১৯৪৪ সালের ২৩ আগস্ট এই এলাকার শিকদারকান্দি গ্রামে তার জন্ম। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মাতা সবুরজান রিনা বেগমের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বনশ্রী বড়। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন তিনি।

১৯৯৪ সালে ‘সোহরাব-রুস্তুম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। এতে তার বিপরীতে অভিনয় করেন নায়ক ইলিয়াস কাঞ্চন। মুক্তির পর সিনেমাটি ব্যবসায়ীকভাবে সাফল্য পায়। পরিচিতি পান বনশ্রী।

পরবর্তীতে ৮-১০টি সিনেমায় অভিনয় করেন বনশ্রী। নায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করে রুপালি পর্দার মতো তার ব্যক্তিগত জীবনও রঙিন হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT