নিউজ ডেস্ক || উপদেষ্টা হওয়ার পর নয়, বরং সিঙ্গাপুরে অনেকদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। চিকিৎসার জন্য স্বাস্থ্য উপদেষ্টা সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। যার প্রেক্ষিতে এ কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মাতৃসদন এবং নগর স্বাস্থ্যকেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সার আক্রান্ত। উনার চিকিৎসা শুধু আজকে সিঙ্গাপুরে হচ্ছে, বিষয়টি এমন নয়। অনেকদিন ধরেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন তিনি। ক্যান্সার আক্রান্ত হলে উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার জায়গাটা পরিবর্তন করতে পারবেন না! এটা মানবিক বিষয়, মানবিক দিক থেকেই দেখা উচিত।
তিনি বলেন, যারা নীতি নির্ধারণের জায়গায় আছেন এবং সামনে আসবেন, সবার দায়িত্ব দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা যেন দেশেই পেতে পারেন সে উদ্যোগ নেয়া। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। চিকিৎসার ক্ষেত্রে আগে আমরা একটি দেশের ওপর বেশি নির্ভরশীল ছিলাম। ইতোমধ্যে চীনের সহায়তায় কয়েকটি হাসপাতাল করার প্রতিশ্রুতি এসেছে। এ কাজগুলো হয়ে গেলে স্বাস্থ্য খাতে আমরা যথেষ্ট আত্মনির্ভরশীল হবো।