1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ক্যাচ মিস আর নো-বলের মহড়ায় হংকংয়ের হার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

ক্যাচ মিস আর নো-বলের মহড়ায় হংকংয়ের হার

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || এশিয়া কাপে আন্ডারডগ হংকং প্রায় অসম্ভবকে সম্ভব করেই ফেলেছিল। আফগানিস্তান আর বাংলাদেশের বিপক্ষে সহজে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে তারা তৈরি করেছিল রোমাঞ্চকর লড়াই। কিন্তু শেষ পর্যন্ত ক্যাচ মিস আর নো-বলের খেসারতে ম্যাচ হাতছাড়া হয়ে যায় তাদের। আর ৪ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। আর এই জয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেল বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে হংকং দাঁড় করায় ২০ ওভারে ১৪৯ রান। ইনিংসের দুই ভরসা ছিলেন অনুশমান রাঠ (৪৮) ও নিজাকাত খান (৩৮ বলে অপরাজিত ৫২)। তাদের দৃঢ়তায় চ্যালেঞ্জিং সংগ্রহ গড়লেও সেটিকে রক্ষা করতে পারেনি দল।

বল হাতে নামার পর শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল হংকং। ইয়াসিম মুর্তজা আর ইহসান খানের ঘূর্ণিতে ১২৭ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে লঙ্কানরা। জয়ের জন্য তখনও দরকার ছিল ২২ রান। ঠিক তখনই ঘটে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। মুর্তজার এক নো-বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এর আগেই ফিল্ডিংয়ে একের পর এক ভুলে ম্যাচ বের হয়ে যায় হাত থেকে। পাথুম নিসাঙ্কাকে অন্তত তিনবার জীবন দেন তারা। আর কুশল পেরেরাও একটি সহজ ক্যাচ ছেড়ে দেন। সুযোগ পেয়ে নিসাঙ্কা খেলেন ৪৪ বলে ৬৮ রানের ম্যাচ-উইনিং ইনিংস। শেষ দিকে হাসারাঙ্গা ৮ বলে ঝোড়ো ২০ রানে কাজ শেষ করে আসেন।

এই জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তান ২ পয়েন্ট আর দুর্দান্ত রানরেট (+৪.৭০০) নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট হলেও বাংলাদেশ তৃতীয়, তাদের রানরেট -০.৬৫০।

এখন সব নির্ভর করছে আজকের (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে। হেরে গেলে বিদায় নিশ্চিত, আর জিতলেও তাকিয়ে থাকতে হবে রানরেট আর সমীকরণের দিকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT