1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
খারাপ আবহাওয়ায় স্থগিত হলো এনসিএল টি-টোয়েন্টি - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

খারাপ আবহাওয়ায় স্থগিত হলো এনসিএল টি-টোয়েন্টি

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || বর্ষার বৃষ্টিতে ভেসে গেল দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর এনসিএল টি-টোয়েন্টি। টানা বৃষ্টিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম অযোগ্য হয়ে পড়ে খেলার জন্য। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঠকে ফের খেলার উপযোগী করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান।

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, চলমান এনসিএল টি-টোয়েন্টি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। নতুন করে কবে থেকে খেলা শুরু হবে, সেই তারিখও এখনো নির্ধারণ হয়নি।

গত আসরের সব ম্যাচ হয়েছিল কেবল সিলেটে। এবার দর্শকদের চাহিদার কথা ভেবে বিসিবি ভেন্যু বাড়িয়ে রাজশাহী ও বগুড়াকেও অন্তর্ভুক্ত করে। কিন্তু মৌসুমি বৃষ্টির কারণে পরিকল্পনা ভেস্তে যায়।

উদ্বোধনী দিনে সিলেট বনাম রংপুর ম্যাচটি এক বল না গড়িয়েই পরিত্যক্ত হয়। বগুড়ার ম্যাচ তো টসেরও সুযোগ পায়নি লাগাতার বৃষ্টির কারণে। রাজশাহীতেও একই অবস্থা- ঢাকা মেট্রো বনাম রাজশাহীর লড়াই নেমে আসে মাত্র পাঁচ ওভারে। সেই সংক্ষিপ্ত ম্যাচে ছক্কা-চারের ঝড় তুলে মেট্রো সাত উইকেটে জয় তুলে নেয়।

বিসিবি ইতোমধ্যে সূচি বদলে সিলেটের ২১ সেপ্টেম্বরের ম্যাচ এক দিন পিছিয়ে ২২ সেপ্টেম্বর করেছিল। কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় শেষমেশ পুরো টুর্নামেন্টই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয় বোর্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT