1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে মা হারালো ২ অবুঝ শিশু - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে মা হারালো ২ অবুঝ শিশু

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে
মা হারিয়েছে এক মাস বয়সী শিশুটি

ঠাকুরগাঁও প্রতিনিধি || ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে রঞ্জনা রায় (২৭) নামে এক গৃহবধূর মৃত্যূ হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের সঞ্জয় রায়ের স্ত্রী রঞ্জনা ছোট দুটি শিশুর জননী ছিলেন। ছোট বাচ্চাটির বয়স মাত্র এক মাস।

গৃহবধূর স্বজনরা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাড়িঘর পরিষ্কার এবং কাদা মাটি দিয়ে ঘর লেপনের কাজ করছিলেন রঞ্জনা। এক পর্যায়ে নিজ ঘরের কোনায় গর্ত পরিষ্কার করার সময় ডান হাতের আঙ্গুলে সাপ দংশন করে। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে পাশের গ্রামে একজন ওঁঝার কাছে নিয়ে যায় এবং ঝাঁড়ফুক করে।

সেখান থেকে বাড়ি ফিরিয়ে আনার পর আক্রান্ত গৃহবধূর শরীরে বিষ ছড়িয়ে পড়ে। বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় গৃহবধূর শেষকৃত্য সম্পন্ন করেছে পরিবারের লোকজন।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মঞ্জুরুল ইসলাম ফুয়াদ বলেন, “জরুরি বিভাগে আসার পরেই মারা গেছে ওই গৃহবধূ। দেরিতে আসায় আমাদের কিছু করার ছিল না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT