1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘রিয়েলিটি শোয়ের জন্য পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারব না’ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

‘রিয়েলিটি শোয়ের জন্য পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারব না’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার দেখা হয়েছে
অভিনেত্রী তনুশ্রী দত্ত

বিনোদন ডেস্ক || ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। এটি সঞ্চালনা করে থাকেন সালমান খান। এরই মধ্যে শোটির ১৯তম সিজন শুরু হয়েছে। গত কয়েক দশকে এ শোয়ে অংশ নেওয়ার জন্য বহুবার প্রস্তাব দেওয়া হয়েছে বিতর্কিত অভিনেত্রী তনুশ্রী দত্তকে। এজন্য তাকে কয়েক কোটি টাকা পারিশ্রমিক দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল।

বলিউড ঠিকানাকে সাক্ষাৎকার দিয়েছেন তনুশ্রী দত্ত। এ অভিনেত্রী বলেন, “আপনি কি সত্যিই ভাবেন আমি এই শো-তে যাব? আমি এ ধরনের জায়গায় থাকতে পারি না। আমি তো আমার নিজের পরিবারের সঙ্গেও থাকি না। আমি কখনো ‘বিগ বস’-এ আগ্রহী ছিলাম না, আর হবও না। আমাকে ওই অনুষ্ঠানের জন্য ১ কোটি ৬৫ লাখ রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। আমার সমপর্যায়ের আরেকজন বলিউড তারকাকেও একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল।”

একটি ঘটনা বর্ণনা করে তনুশ্রী দত্ত বলেন, “বিগ বস’-এর স্টাইলিস্ট আমাকে ফোন করেছিলেন। তিনি অনুরোধ করে বলেছিলেন, ‘আমার ডায়েটের যত্ন তিনি নেবেন।’ আমি বলেছিলাম, ‘ওরা যদি আমাকে চাঁদের এক টুকরোও দেয়, তাও আমি যাব না।”

কোনো পুরুষের সঙ্গে ঘুমাতে পারবেন না তনুশ্রী। মূল্যবোধ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “একই হল রুমে একসঙ্গে ঘুমাচ্ছে নারী-পুরুষ। সেখানেই তারা ঝগড়া করছে, সেখানেই থাকছে—আমি এটা করতে পারব না। ডায়েট নিয়ে আমি খুব সচেতন, সেটা আমার শক্তির ওপর নির্ভর করে। আমি কি এমন নারী যে, রিয়েলিটি শোয়ের জন্য একজন পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাব? আমি এতটা সস্তা নই। আমার গোপনীয়তা আমার কাছে অনেক মূল্যবান। আমি জানি, যদি আমাকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়, তাহলে এর চেয়ে অনেক বেশি উপার্জন করতে পারি।”

১৯৮৪ সালের ১৯ মার্চ ঝাড়খন্ডের জামশেদপুরের একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তনুশ্রী দত্ত। সেখানকার ডি. বি. এম. এস. ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। পর পুনে ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নেন। ২০০৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। পরে মিস ইউনিভার্সের সেরা দশে জায়গা করে নেন এই অভিনেত্রী।

২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তনুশ্রী দত্ত। এরপর ‘চকোলেট’, ‘ভাগাম ভাগ’, ‘রাকীব’, ‘ঢোল’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘অ্যাপার্টমেন্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ দিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন তনুশ্রী। ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে দারুণ আলোচনার জন্ম দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT