নিজস্ব প্রতিবেদক || ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.১০ পয়েন্ট কমে ১ হাজার ১৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯.৯৮ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৪টি কোম্পানির, কমেছে ৩০৩টির এবং অপরিবর্তিত আছে ৫০টির।
এদিন ডিএসইতে মোট ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৬.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৪১৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.১৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৩৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৮৭ পয়েন্ট কমে ৯৭১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৯২.০৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৪০৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৮টি কোম্পানির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত আছে ৩২টির।
সিএসইতে ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।