আমি বদলে গেলে আমার লেখা
বদলে যাবে
আমি বদলে গেলে আমার জগৎ
থেমে যাবে
আমি বদলে গেলে
আমার কল্পনা বদলে যাবে
আমি বদলে গেলে
আমার আাশা বদলে যাবে
তাই আমি বদলাবো না
আমি সকলে বদলে দেবো
কিন্তু নিজে কোনদিন বদলাবো না
আমি বদলে গেলে ভালোবাসা
বদলে যাবে
আমি বদলে গেলে প্রেম বদলে যাবে
আমি বদলে গেলে সবকিছু থেমে যাবে
তাই আমি বদলাবো না কোনদিন
তবে আমি শুধু তোমার জন্যই
বদলে যেতে পারি
আমি শুধু তোমার ছোয়ায়
বদলে যেতে পারি
আমি শুধু তোমার ভালোবাসায়
বদলে যেতে পারি
তোমাকে সাথে নিয়ে সবকিছু
বদলে দিতে পারি
আমি শুধু নতুন কাজের জন্য
বদলে যেতে পারি
আমি শুধু সৃষ্টিশীলতার জন্য
নিজেকে বদলাতে পারি
আমি শুধু তোমাকে পাবার আশায়
নিজেকে বদলাতে পারি
আমি শুধু তোমাকে ধরে রাখার আশায়
নিজেকে বদলাতে পারি
তুমি যদি তোমাকে বদলাতে পারো
আমি ও আমাকে সম্পূন’ বদলে নিতে পারি
একমাএ তুমিই আমাকে বদলাতে পারো
তাছাড়া আমি বদলাবো না কোনদিন