আন্তর্জাতিক ডেস্ক || আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই প্রত্যাহার করেছে তালেবান সরকার। এছাড়া মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠদানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
‘শরিয়াহবিরোধী ও তালেবান নীতির পরিপন্থী’ বলে চিহ্নিত ওই তালিকার মোট বইয়ের সংখ্যা ৬৮০টি। এর মধ্যে নারীদের লেখা প্রায় ১৪০টি বই নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আরো ১৮টি বিষয় আর পড়ানো যাবে না বলে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব বিষয়ের মধ্যে ছয়টিই নারীদের নিয়ে, যেমন-জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন এবং উইমেন’স সোসিওলজি।
তালেবান সরকার বলছে, আফগান সংস্কৃতি ও শরিয়ার ব্যাখ্যা অনুযায়ী তারা নারী অধিকারকে সম্মান করে। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব বিষয় ‘শরিয়াহ ও কাঠামোর নীতির সঙ্গে সাংঘর্ষিক।’ নারীদের বইয়ের পাশাপাশি ইরানি লেখক ও প্রকাশকদের বই নিষিদ্ধ করা হয়েছে।
বই পর্যালোচনা কমিটির এক সদস্য বিবিসিকে বলেন, এর উদ্দেশ্য হলো আফগান পাঠ্যসূচিতে ‘ইরানি বিষয়ের অনুপ্রবেশ ঠেকানো।’
আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো ৫০ পৃষ্ঠার তালিকায় ৬৭৯টি বইয়ের নাম রয়েছে। এর মধ্যে ৩১০টি বই হয় ইরানি লেখকদের লেখা, নয়তো ইরানে প্রকাশিত।
প্রতিবেশী ইরানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক সহজ নয়। সাম্প্রতিক বছরগুলোতে পানি অধিকারের মতো বিষয়গুলো নিয়ে দুই দেশের সংঘর্ষ চলছে। ক্রমবর্ধমান আফগানবিরোধী মনোভাবের মধ্যে, ইরান জানুয়ারি থেকে দেশে বসবাসকারী ১৫ লাখেরও বেশি আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে।